‘আমার কিছু যায় আসে না’

বিনোদন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৩
শেয়ার :
‘আমার কিছু যায় আসে না’

শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত এই অভিনেত্রী চলছেন আপন গতিতে। কাজের বাইরে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে, সামাজিক মাধ্যমে নিজেকে সাহসী ও আবেদনময়ী অবতারে তুলে ধরে প্রায়ই খবরের শিরোনাম হন তিনি। চলে আলোচনা-সমালোচনাও।

নেটিজেনদের সমালোচনামূলক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ভাবনা স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। নামহীন ও ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনার বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘একজন লুকিয়ে লুকিয়ে লিখছে যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট, কোনো নামও নাই।’

ভাবনার কথায়, ‘প্রোফাইলে ঢুকে আপনি দেখবেন ফেক অ্যাকাউন্ট, রাইট? এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমাদের কী যায় আসে? মানে আমার কিছু যায় আসে না।’

এর মাধ্যমে ভাবনা স্পষ্ট করে দিলেন- পরিচয়হীন বা ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনাকে তিনি গুরুত্ব দেন না। তার কথায়, ‘যারা নিজেদের পরিচয় গোপন রেখে মন্তব্য করে, তাদের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ নয়।’

আমাদের সময়/ এসএ