শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার (২ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে দেশটির মাজার-ই শরীফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা চিল ২৮ কিলোমিটার।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাড়িঘর ধসে পড়ার শঙ্কায় মাজার-ই-শরিফে অনেক মানুষ গভীর রাতে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে চলতি বছরের ৩১ আগস্ট পূর্বাঞ্চলে ৬ দশমিক ০ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার ২০০ জনের বেশি মানুষ, যা সাম্প্রতিক আফগান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস