আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
বিএনপির কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে, শেষে হবে বেলা ৩টায়।
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আট দলের যৌথ সংবাদ সম্মেলন
‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত দাবির ভিত্তিতে সমমনা আট দলের চলমান আন্দোলন বিষয়ে যুগপৎ আন্দোলনের শরীক সমমনা আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর সাড়ে ১২টায় যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
গণসংবর্ধনা
বাংলাদেশের কৃতী সন্তান মো. আবদুস সাত্তার দুলাল বিশ্বের ১৩০ কোটি প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক সংগঠন 'ডিসএবল্ড পিপলস ইন্টান্যাশনাল (ডিপিআই)"-এর বিশ্ব সভাপতি নির্বাচিত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) তাকে গণসংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনসমূহ, গণমাধ্যম প্রতিনিধি, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং আয়োজক কমিটির সদস্যরা।
সেমিনার
হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় জাইকার সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন "Improvement of Design and Construction Quality for Resilience of Private Buildings (DCQR)" শীর্ষক প্রকল্পের 'ভবন সংক্রান্ত দুর্যোগ (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সেমিনারে সভাপতিত্ব করবেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
আমাদের সময়/ টিটিএ