নির্বাচনের আগেই নতুন বই পাবে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ০৮:১৭
শেয়ার :
নির্বাচনের আগেই নতুন বই পাবে শিক্ষার্থীরা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘শিক্ষায় চট করে কিছু দেখানো যায় না। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে কাজ শুরু করেছি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এ ধারাবাহিকতা রক্ষা করেন, তাহলে ৫ বছর পর প্রাইমারি স্কুলের চেহরা পাল্টে যাবে।’ তিনি আরও বলেন, ‘নতুন বই ছাপা শুরু হয়ে গেছে, ইতেমধ্যে গুদামে জমা শুরু হয়েছে। আশা করি নভেম্বরের মধ্যেই সব বই পেয়ে যাব এবং নির্বাচনের আগেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে।’

গতকাল সকালে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শিরোনামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি জানান, এখন স্কুল ফিডিং ১৫০টি উপজেলায় শুরু হবে। পরবর্তী প্রোগ্রামে দেশের সব উপজেলায় স্কুল ফিডিং চালু করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে ও সদর উপজেলার হবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ. কে. মোহাম্মদ শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, পিটিআই সুপারিনটেন্ডেন্ট দীপঙ্কর মোহন্ত প্রমুখ।

পরে উপদেষ্টা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষায়’ উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই ও বৃত্তি পরীক্ষার ১০৬ জন কৃতী শিক্ষার্থী, ২১টি শ্রেষ্ঠ বিদ্যালয় ও ২৪ শ্রেষ্ঠ জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা।