বৃষ্টিতে রাজশাহী অঞ্চলে ১৯ হাজার হেক্টর ফসলের ক্ষতি

আমাদের সময় ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ০৮:২৯
শেয়ার :
বৃষ্টিতে রাজশাহী অঞ্চলে ১৯ হাজার হেক্টর ফসলের ক্ষতি

বিস্তীর্ণ মাঠজুড়ে যখন আমন ধানগাছগুলো সোনালি রঙে উঁকি দিচ্ছিল, ঠিক তখনই কৃষকের কপালে নতুন চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টিপাতে রাজশাহী কৃষি অঞ্চলের চারটি জেলায় প্রায় ১৯ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। বেশিরভাগই আমন ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অনেক ঘেরের পানি উপচে মাছ বের হয়ে গেছে। আমাদের ব্যুরো প্রধান ও প্রতিনিধিরা জানানÑ

রাজশাহী : আবহাওয়া অধিদপ্তরের রাজশাহী অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে উত্তরাঞ্চলে ৬১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শত শত আমনক্ষেত পানিতে তলিয়ে গেছে। অনেক মাছের ঘের উপচে পড়েছে এবং ধানক্ষেত ভেসে গেছে।

বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাবিনা বেগম বলেন, সাম্প্রতিক বৃষ্টিপাতে প্রায় ১৯ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তানোর ও বাগমারা উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এখনও পূর্ণাঙ্গ ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

নীলফামারী : অসময়ে জেলায় টানা চার দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা জানিয়েছেন, বেশি ক্ষতি হয়েছে গতকাল রবিবারের বৃষ্টি ও ঝড়ে। জমিতে শীতকালীন সবজি ও আধাপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে, অনেক ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ : শুক্রবারের রাতভর টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে জেলার ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, শুক্রবারের বৃষ্টিতে কিছু শিষফোটা রোপা আমন, সরিষা, মাসকলাই, মুড়ি পেঁয়াজ, শীতকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

হিলি (দিনাজপুর) : গত কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে ধানগাছগুলো হেলেদুলে পড়েছে মাটিতে। নিচু এলাকার অনেক মাঠে ধানগাছ তলিয়ে গেছে। ফলে ঘরে ফসল তোলার আগ মুহূর্তে শত শত কৃষক দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রোপা আমন মৌসুমে ২৪ হাজার ৩৬০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অর্জিত হয় ২৪ হাজার ৩৬৫ হেক্টর জমিতে। আর কয়েক দিন পর তা কৃষকের ঘরে উঠবে।

ধুনট (বগুড়া) : বৃষ্টির পানিতে নিম্নাঞ্চলের পাকা ও আধা-পাকা আমন ধান তলিয়ে গেছে। টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জমিতেই ভাসছে কৃষকের স্বপ্নের সোনালি ধান। নিম্নাঞ্চল ও মাঝারি উঁচু জমিতে পানি জমে গেছে।