বিপিএলে থাকছে না নোয়াখালী

ক্রীড়া প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫, ০৮:৪১
শেয়ার :
বিপিএলে থাকছে না নোয়াখালী

বিপিএলে দল পেতে সব মিলিয়ে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে আলোচনার জন্য ৯টি প্রতিষ্ঠানকে গেল বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। আমন্ত্রণ না পাওয়া ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ছিল চিটাগং কিংস ও নতুন আবেদন করা দেশ ট্রাভেলস। এই দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল পাচ্ছে না সেটা অনুমিতই ছিল। তবে এবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে আরও দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে আছে নোয়াখালীর নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানো বাংলা মার্ক। তাদেরকে প্রাথমিক যাচাই বাছাই শেষে বাদ দেওয়া হয়েছে। এবার বিপিএলে দল পাচ্ছে না খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ড ট্রিও। তবে কী কারণে তারা বাদ পড়েছে তা জানা যায়নি।

এ প্রসঙ্গে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘১১টা থেকে ৮টা করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোম্পানি... ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালট্যান্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘বিপিএলের গভর্নিং কাউন্সিলের তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন, আইন বিভাগ, লিগ্যাল কনসালট্যান্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম কর্তৃক যাচাই সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ৪ তারিখে ঘোষণা করা হবে।’ সবশেষ দুই আসরে দেখা গেছে ফরচুন বরিশালের দাপট। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ বেশ কজন তারকা ক্রিকেটার খেলেছে তাদের হয়ে। বিদেশি ক্রিকেটার হিসেবে এসেছেন শাহীন শাহ আফ্রিদি, কাইল মেয়ার্স, জেমস নিশামরা। টানা দুই আসরে চ্যাম্পিয়ন হওয়া দলটির প্রতি ম্যাচেই গ্যালারি ছিল হাউসফুল। তবে বিপিএলে আগামী ৫ বছর দেখা যাবে না ফরচুন বরিশালকে। দলটির মালিকানা নিতে বিসিবিতে আগ্রহ প্রকাশ করেছে আকাবাড়ি হলিডেজ। নিজেদের বাড়ি কুমিল্লাতে হলেও বরিশাল ফ্র্যাঞ্চাইজি কেন নিতে চেয়েছেন, সেটার ব্যাখ্যা দিয়েছেন কামাল তালুকদার।

প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার বলেন, ‘আমাদের ভাবির গ্রামের বাড়িও বরিশাল। আমাদের একজন পার্টনার আছে সেও বরিশাল চাচ্ছে। আমরাও চাচ্ছি তাদের যে ফ্যানবেজ আছে এবং ক্রিকেটের প্রতি তাদের যে একটা সফট কর্নার কাজ করে আমরা চাচ্ছি ওই সুযোগটা নিতে।’ বিদেশি তারকা ক্রিকেটারের সঙ্গে জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার না থাকায় ফরচুন বরিশালের জনপ্রিয়তা অন্য মাত্রায় চলে গেছে। স্বাভাবিকভাবেই বরিশালকে এখন সবারই ব্যাপক প্রত্যাশা। বিষয়টি মাথায় আছে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সবাইকে আশ্বাস দিয়েছেন, মালিকানা পেলে ফরচুন বরিশালের চেয়ে কোনো অংশে কম দল সাজাবেন না তারা।

কামাল বলেন, ‘সম্মান রেখে বলছি মিজান ভাইয়ের ফরচুন বরিশাল যখন ছিল উনি খুব ভালো করেছেন। একটা সুনাম ছিল। আমরা যদি বিসিবি থেকে দলটা পাই, বিপিএলে অংশগ্রহণ করতে পারি তাহলে আপনাদের সাক্ষী রেখে বলছি ফরচুন বরিশাল যেই জায়গায় ছিল, যেই ট্রেন্ডে ছিল কিংবা মাপকাঠিতে ছিল আমাদের দলটাও ফরচুন বরিশালের চেয়ে কম হবে না ইনশাল্লাহ।’ বিপিএলের সবশেষ দুই আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম। দুই মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৩ বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তামিম। গত আসরেও ৪১৩ রান করেছেন বাংলাদেশের সাবেক ওপেনার। বরিশালের মালিকানা পেলে তামিমের সঙ্গে যোগাযোগ করবেন তারা। পাশাপাশি তামিম রাজি থাকলে দলেও নিতে আগ্রহ আছে প্রতিষ্ঠানটির।