জাজিরায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আটক ২

শরীয়তপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ২১:৫২
শেয়ার :
জাজিরায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আটক ২

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগআলী বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেপারিকান্দি এলাকার ইউপি সদস্য নাসির বেপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। রোববার সকালে উভয়পক্ষের লোকজন হাতবোমা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া হাতবোমার আঘাতে আহত হয় যুবদল নেতা সালাউদ্দিন বেপারী, কামাল বেপারীসহ কয়েকজন।

ইউপি সদস্য নাসির বেপারীর স্ত্রী সাবিনা আক্তার বলেন, ‘আমরা বাড়িতে বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ বোমার শব্দে ঘুমে ভেঙে যায়। উঠে দেখি আমাদের বাড়িতে বোমা হামলা হচ্ছে। জানালার গ্লাস ভেঙে ধোঁয়ার রুম ছেড়ে গেছে। আমাদের প্রতিপক্ষের লোকজন তাজুল ছৈয়াল, মমতাজ বেপারী, মন্নাপ বেপারী, সুজন, রনি ভূঁইয়া, টিপু মাদবর এই হামলা চালিয়েছে। আমরা দোষীদের বিচার চাই।’

আহত সালাউদ্দিনের স্ত্রী সুমি বলেন, ‘আমার স্বামী ঘরে ঘুমানো ছিল। বোমার শব্দে জানালার কাছে গেলে তিনি গুরুতর আহত হয়েছে। পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে। আমরা জীবনের নিরাপত্তার পাশাপাশি দোষীদের শাস্তি চাই।’

এদিকে তাজুল ছৈয়ালের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশকিছু হাতবোমা বিস্ফোরণ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি যারা এই নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের সময়/আরডি