প্রথম ঝলকেই চমকে দিলেন শাহরুখ

জন্মদিনে ‘কিং’-এর টিজার

বিনোদন সময় ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ০৮:০০
শেয়ার :
প্রথম ঝলকেই চমকে দিলেন শাহরুখ

মাঝে বেশ কিছু সিনেমা ফ্লপ এবং করোনাকালীন বিরতির পর ২০২৩ সালে তিন সিনেমা ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে চিরচেনা রূপে ফেরেন শাহরুখ খান। এর পর থেকেই ভক্তদের অপেক্ষা ছিল- কবে আসবে প্রিয় তারকার নতুন সিনেমা? সেই সিনেমায় শাহরুখের লুকই বা কেমন হবে? নিজের ৬০তম জন্মদিনে (২ নভেম্বর) নতুন সিনেমা ‘কিং’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেতা। সেই সঙ্গে প্রথম ঝলকেই (টিজার) চমকেও দিলেন সবাইকে। ১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে শাহরুখকে দেখা গেছে একেবারে নতুন লুকে। ধূসর চুলে এভাবে আগে কখনও অভিনেতাকে পাওয়া যায়নি।

দৃঢ় ভঙ্গিতে পর্দায় হাজির হয়ে তিনি বলেন, ‘কত রক্ত বইছে, মনে নেই। খারাপ নাকি ভালো; দেখিনি। কেবল দেখেছি, শেষবারের মতো শ্বাস নিতে।’ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমায় আবার অ্যাকশন তারকা হিসেবে দেখা যাবে শাহরুখকে। ছবিতে আছেন সুহানাও; মেয়ের সঙ্গে এই প্রথম পর্দায় তাকে দেখা যাবে। টিজার প্রকাশের পর থেকেই ভক্তরা প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক মাধ্যমে।

‘কিং’ ছবির প্রেরণা এসেছে ১৯৯৪ সালের ফরাসি ক্লাসিক ‘লিয়ন : দ্য প্রফেশনাল’ থেকে। গল্পটি এক আততায়ীর, যিনি এক তরুণীকে তার পরিবারের ট্র্যাজেডির পরে রক্ষা করার জন্য নিজের সর্বোচ্চ বাজি রাখেন। ‘কিং’ মুক্তি পাবে ২০২৬ সালে।