চট্টগ্রামে যুবদল কর্মী হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ১৭:২৭
শেয়ার :
চট্টগ্রামে যুবদল কর্মী হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল কর্মী আলমগীর ওরফে আলম (৫৫) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. রাজু (২৮)। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত পাড়ার প্রয়াত নুর নবীর ছেলে।

রোববার (২ নভেম্বর) বিকাল ৪টায় এই তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।

এর আগে আলম হত্যা মামলায় গ্রেপ্তার হন এজাহারভুক্ত আসামি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খাঁন (৩৮) এবং মো. হৃদয় (২৮)।

ওসি মনিরুল ইসলাম বলেন, ‘হত্যা মামলার তদন্তে আসামি রাজু জড়িত থাকার তথ্য উঠে আসে। এ কারণে শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর (শনিবার) বিকেলে আত্মীয় বাড়ি থেকে নিজ বাসায় ফেরার পথে রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চারাবটতল সংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে প্রকাশ্যে গুলি করে যুবদল কর্মী আলমগীর প্রকাশ আলমকে হত্যা করা হয়। পরে নিহতের বাবা আবদুস সাত্তার বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

আমাদের সময়/আরডি