৫৭ মামলার পলাতক আসামি সিলেট বিমানবন্দরে গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৫, ১৫:৫০
শেয়ার :
৫৭ মামলার পলাতক আসামি সিলেট বিমানবন্দরে গ্রেপ্তার

গ্রেপ্তার মোহাম্মদ রুহুল আমিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক এবং ৫৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন পটিয়া উপজেলার পাইরোল এলাকার আবদুস ছালামের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ও তদন্ত ওসি যুযুৎসু যশ চাকমা জানান, সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় শনিবার রাতে সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৭টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে পটিয়া থানায় ২৭ টি সিআর, একটি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় ১৯টি সিআর ও ৬টি মামলায় সাজা পরোয়ানা মূলতবি আছে। আরও বিভিন্ন থানায় একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর কোনো মামলা আছে কি না তা নিয়েও তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তারা।  

আমাদের সময়/আরডি