লালন ব্যান্ডের কনসার্টে ভাঙচুর, আহত ২০

বিনোদন প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৫, ১৪:০২
শেয়ার :
লালন ব্যান্ডের কনসার্টে ভাঙচুর, আহত ২০

হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিল জনপ্রিয় ব্যান্ডদল লালন। জেলার জালাল স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে মাত্র দুটি গান পরিবেশনের পরই শুরু হয় বিশৃঙ্খলা। এরপর ভাঙচুর, হট্টগোল। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘটনটি গতকাল শনিবার রাত ১১টায়।

আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির পর রাতে কণ্ঠশিল্পী আশিক ও বাঁধনের গান পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। পরে মঞ্চে আসে লালন ব্যান্ড। তারা দুটি গান পরিবেশনের পর হঠাৎ একদল যুবক মঞ্চের দিকে বোতল ছুড়ে মারলে বিশৃঙ্খলা শুরু হয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি দেখা দেয়। পরে হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হন।

তারা আরও জানায়, কনসার্টে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও ছিলেন। বিশৃঙ্খলার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মঞ্চ এলাকায় ব্যাপক ভাঙচুর হয়। একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘কনসার্টে বিপুল দর্শক উপস্থিত ছিল। হঠাৎ বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির কারণে অনেকে আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে এ বিষয়ে আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথা বলেছেন লালন ব্যান্ডের দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি। তিনি বলেন, ‘কনসার্টটি সুন্দর ভাবেই চলছিল। আমরা দুটি গান গাওয়ার পর বিশৃঙ্খলা তৈরি হয়। আমরা সব মিলিয়ে তিনটি গান গাইতে পেরেছি। এর মধ্যেই ভাঙচুর শুরু হয়। উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সবাইকে নিরাপত্তা দিয়ে কনসার্টস্থল থেকে বের করে নিয়ে আসে। তারা সবাই বেশ সহযোগিতা করেছে বলেই আমরা সুন্দরভাবে ঢাকায় ফিরতে পেরেছি।’

আমাদের সময়/ এসএ