মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩
ছবি: সংগৃহীত
মেক্সিকোর সোনোরা প্রদেশে একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। শনিবার হেরমোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়ালডো’স নামের এ সুপারমার্কেটে বিস্ফোরণ ঘটে। এতে আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
আল জাজিরা সূত্রে খবর, সোনোরা রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানান, দুঃখজনকভাবে উদ্ধার করা নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
তিনি আরও জানান, আহতদের হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো “আক্রমণ” বা “সহিংস কর্মকাণ্ড” নয়। বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটেছে, যখন মেক্সিকো জুড়ে উদযাপন করা হচ্ছিল ‘ডে অব দ্য ডেড’ উৎসব। যে উৎসবে প্রিয় মৃত আত্মীয়দের স্মরণ করা হয়।
গভর্নর দুরাজো বলেন, ‘আমি এই ঘটনার কারণ নির্ধারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি আরও যোগ করেন, ‘কেউ একা এই বেদনা বহন করবে না। শুরু থেকেই জরুরি, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলো পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বহু প্রাণ রক্ষা করেছে।’
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস