বিএনপির ৩১ দফা প্রচারে শিবচরে লাবলু সিদ্দিকীর জনসমাবেশ
রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে বিশাল জনসমাবেশের আয়োজন করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী।
শনিবার (০১ নভেম্বর) বিকেলে শিবচরের মাদবরচর ইউনিয়নের পাচ্চর গোলচক্করে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী।
তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলেই জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।”
লাভলু সিদ্দিকী আরও বলেন, আমার বাবা প্রয়াত সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকী এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন। আমার মামা মরহুম খলিলুর রহমান ঠাণ্ডু চৌধুরী ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। আমার ছোটবোন বিএনপির সংরক্ষিত এমপি ছিলেন। ২০১৮ সালে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছিল। আমার পুরো পরিবার শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের কঠিন সময়ে আমি আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। দুর্দিনে শিবচরের সব পর্যায়ের নেতাকর্মীদের পাশে ছিলাম। আশা করি, দলের হাইকমান্ড আমাকে মূলয়ায়ন করবেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।