অনন্য উচ্চতায় শাহরুখ খান
শাহরুখ খান। গোটা বিশ্ব যাকে এক নামে চেনে। বলিউডের এই ‘কিং অব রোমান্স’ আজ পা দিলেন জীবনের ষাটে। সময়ের ঘড়িতে বয়স বেড়েছে; কিন্তু তার আকর্ষণ, রসবোধ আর ভক্তদের সঙ্গে হৃদয়ের সংযোগ আরও গভীর হয়েছে। জন্মদিনে সহ-অভিনেতা থেকে নির্মাতা- সবাই একবাক্যে জানিয়েছেন, শাহরুখ কেবল একজন তারকা নন, তিনি এক অনুভূতির নাম। ৬০-এ এসেও তিনি বলিউডের অন্যতম বক্সঅফিস হিট সুপারস্টার। একের পর এক ফ্লপের ধাক্কা পেরিয়ে যেভাবে তিনি কামব্যাক করেছেন, তা রীতিমতো চমকে দিয়েছিল সকলকে। ‘পাঠান’ থেকে ‘জাওয়ান’, বারবার দর্শকমহলে প্রশংসিত। এবার ‘দ্য কিং’-এর অপেক্ষায় বিশ্ব।
ছুড়ে দেন উড়ন্ত চুম্বন
প্রতিবছর জন্মদিনে বান্দ্রার সমুদ্রমুখী সাদা বাংলোর সামনে থাকে ভক্ত-অনুরাগীদের ভিড়। আর শাহরুখ তার দুই হাত প্রসারিত করে ভক্তদের উদ্দেশে ছুড়ে দেন উড়ন্ত চুম্বন। আজও হবে না তার ব্যতিক্রম। শাহরুখ সব সময়ই জানিয়েছেন, তার জন্মদিন আর তার একার নেই। এটা অন্যদের জন্য উৎসব। বড় তারকা হওয়ার এটাই হয়তো মূল্য দিচ্ছেন। যদিও অভিনেতা সব সময় এমনই একটা জীবন চেয়েছিলেন বলেও জানান। ফলে তাকে ঘিরে এই উদ্দীপনা বেশ উপভোগ করেন।
৬০-এ সুন্দর, ৭০-এ অসাধারণ
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বিগত কয়েক বছরে শাহরুখ গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। অনুরাগীদের সঙ্গে যোগসূত্র বজায় রাখতে তার হাতিয়ার সমাজিক মাধ্যম। পোশাকি নাম- ‘আস্ক এসআরকে’। অনুরাগীদের প্রশ্ন এবং বাদশার উত্তর। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ। এক অনুরাগীর প্রশ্ন ছিল- তিনি এখনও কীভাবে এত সুন্দর দেখতে? উত্তরে শাহরুখ লেখেন- ‘আমি বয়সকে পাত্তা দিই না।’ জনিয়েছেন, বয়সকে তিনি বরণ করে নিতেই আগ্রহী। শাহরুখের মতে, ৬০-এ সুন্দর, ৭০-এ অসাধারণ এবং ৮০ বছরকে তিনি লোভনীয় দৃষ্টিভঙ্গি থেকেই বরণ করে নিতে প্রস্তুত।
‘দ্য কিং’-এর প্রথম টিজার
জন্মদিন উপলক্ষে আজ প্রকাশ হবে শাহরুখ খান অভিনীত নতুন ছবি ‘দ্য কিং’-এর প্রথম টিজার। এ সিনেমায় তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন-থ্রিলারটি। এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রঘব জুয়াল-রা। এখানেই শেষ নয়, সিনেমায় দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুর ক্যামিও করছেন। প্রথমে এ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে সেই দায়িত্ব যায় সিদ্ধার্থ আনন্দের হাতে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
সফল হতে স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ
জীবনে সাফল্য সহজে আসে না। কারণ স্বপ্নপূরণের আগে স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ। তাই শাহরুখের কাছে তরুণ প্রজন্মের তরফে জীবনে সফল হওয়ার উপদেশ চাইলে উত্তরও আসে বাদশাহসুলভ। অনুরাগীর উদ্দেশে অভিনেতা লেখেন- ‘অন্যের স্বপ্নের অংশ না হয়ে নিজে স্বপ্ন দেখো। স্বপ্ন পূরণ হয়। তবে ঘুমের মধ্যে নয়, সেই স্বপ্ন জেগে দেখতে হবে।’