এই সময়ের রূপনগরেও দিলারা জামান

বিনোদন সময় প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৫, ০৮:২৯
শেয়ার :
এই সময়ের রূপনগরেও দিলারা জামান

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল ‘রূপনগর’। বিটিভির সেই নাটকটি রচনা করেছিলেন ইমদাদুল হক মিলন এবং নির্দেশনা দিয়েছিলেন শেখ রিয়াজ উদ্দিন বাদশা। তিন দশক পেরিয়ে আবারও একই নামে এবার দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছে ‘রূপনগর’ নামের নতুন নাটক। নাটকে গুণী অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (যাকে সবাই বড় দা মিঠু নামেই ডাকেন)। তারই মা ফুলনূর চরিত্রে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান।

প্রথম ‘রূপনগর’-এ দিলারা জামান অভিনয় করেছিলেন সেই সময়ের নবাগত অভিনেতা তৌকীর আহমেদের মায়ের চরিত্রে। বিটিভিতে প্রচারিত সেই ‘রূপনগর’-এ আরও অভিনয় করেছিলেন গোলাম মোস্তফা, শর্মিলী আহমেদ, খালেদ খানসহ আরও অনেকে।

নতুন ‘রূপনগর’ সপ্তাহের প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দীপ্ত টিভিতে সন্ধ্যা সাতটা ও রাত নয়টায় প্রচার হচ্ছে। নাটকটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ। মূলত এবারের ‘রূপনগর’ ধারাবাহিকের গল্প ভাবনাও কায়সার আহমেদের। যার সর্বশেষ নির্মিত আলোচিত ধারাবাহিক নাটক ছিল একই টিভিতে ‘বকুলপুর’।

‘বকুলপুর’-এর পর ‘রূপনগর’ ধারাবাহিক নাটকটি নির্মাণ করেও আলোচনায় এসেছেন কায়সার আহমেদ।

দিলারা জামান বলেন, ‘ভাবতেই অবাক লাগে যে বিটিভির রূপনগর ধারাবাহিক আর কায়সার আহমেদের এই ধারাবাহিকের মধ্যে এত এত বছর পেরিয়ে গেছে। আমি আসলে এভাবে ভেবেও দেখিনি কখনও। কিন্তু যেহেতু নাটকটির নাম রূপনগর, তাই আগে করা রূপনগর নাটকের বহু স্মৃতি চোখে ভেসে ওঠে। সেই সময় যেহেতু একটি চ্যানেল ছিল, তাই দর্শকের আগ্রহ ছিল নাটক দেখার। রূপনগর সেই সময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। কায়সার আহমেদের রূপনগরও দর্শকপ্রিয় হয়ে উঠেছে। ফুলনূর চরিত্রে অভিনয় করেও বেশ ভালো লাগছে। দর্শকের ভালো লাগছে এই রূপনগর, এটাই আসলে অনেক ভালোলাগার।’