শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়, হেনস্তার অভিযোগে পাল্টা প্রশ্ন অভিনেতার

বিনোদন ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ১৮:২৬
শেয়ার :
শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়, হেনস্তার অভিযোগে পাল্টা প্রশ্ন অভিনেতার

ভারতের পশ্চিমঙ্গের টেলিভিশন চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক নাটক ছিল ‘বউ কথা কও’। এ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান ‘নিখিল’ চরিত্রে অভিনয় করা ঋজু বিশ্বাস। এবার নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তার বিরুদ্ধে উঠেছে ‘ভার্চ্যুয়াল হেনস্থা’র অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি এক উঠতি মডেল ঋজুর সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ‘ভার্চ্যুয়াল হেনস্তা’র অভিযোগ তুলেছেন। এরপর আরও কয়েক জন নারী তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন। প্রমাণ হিসেবে তাদের অনেকেই ঋজুর সঙ্গে হওয়া চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন। যেগুলোর প্রত্যেকটিতেই ‘শাড়ি পরে ভালো লাগছে’ মন্তব্যটি রয়েছে। আর এরপর থেকেই ঋজুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রোল-মিম চলছে।   কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে তাকে।

ইতোমধ্যেই অভিযোগকারিণীর বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন ঋজু।  এ ছাড়া এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন, ‘শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? আমি অনেককেই এভাবে প্রশংসা করেছি। কেন, ফেসবুকে একজন অন্যজনকে ম্যাসেজ করতে পারে না?

ঋজুর বলেন, “ম্যাসেজ করে কোনো ভুল তো করিনি। কেউ দেখাতে পারবেন, আমি কোনো অশালীন প্রস্তাব দিয়েছি? দুদিন আগে আমার মাকেও একইভাবে প্রশংসা করেছি।’

তিনি বলেন, অনেকেই তাকে ‘প্রোফাইল হ্যাক হয়েছে’ বলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি মিথ্যা বলতে পছন্দ করেন না বলেই সেটা করেননি।

ঋজু জানিয়েছেন, তার মা ক্যানসারে আক্রান্ত। হাতে সাত মাস কাজ নেই। আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। তাই যত দ্রুত সম্ভব কাজে ফিরতে চান এ অভিনেতা।

আমাদের সময়/জেআই