‘পুষ্পা টু’কে ঢাকায় মুক্তি দেওয়া হয়নি, দাবি নির্মাতার

বিনোদন প্রতিবেদক
০১ নভেম্বর ২০২৫, ১৭:২০
শেয়ার :
‘পুষ্পা টু’কে ঢাকায় মুক্তি দেওয়া হয়নি, দাবি নির্মাতার

দেশে আলোচিত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা টু’ মুক্তির অনুমতি থাকা সত্ত্বেও তা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন নির্মাতা ও পরিবেশক অনন্য মামুন। তার দাবি- রাজনৈতিক সম্পর্ক ও প্রভাবশালী গোষ্ঠীর চাপের কারণে এই সিনেমা বাংলাদেশে আসতে পারেনি।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অনন্য মামুন লিখেছেন, ‘আমি সিনেমা ব্যবসায়ী। জুলাই আন্দোলনের আগেই পুষ্পা টুর সিনেমার পারমিশন পাই আমি। সেজন্য আমাকে ইন্ডিয়ার কোম্পানির সাথে চুক্তিপত্র করতে হয় সম্পূর্ণ করতে হয়। সব যাচাই-বাছাই করে তথ্য মন্ত্রণালয় আমাকে পারমিশন দিয়েছিল। আন্দোলনের পরে আমার অনুমতি পাওয়া ছবিটিও বাংলাদেশে আনতে দেওয়া হয়নি।’

তিনি আরও লিখেছেন, ‘সেটা রাজনৈতিক সম্পর্কের কারণে তারা নাই দিতে পারেন। মূল কথাটা সেখানে নয়, তখন আমি দেখেছি ক্ষমতার অপব্যবহার কাকে বলে।’

মামুন অভিযোগ করেন, আন্তর্জাতিক পর্যায়ের একটি গোষ্ঠী তাকে চাপ দিতে শুরু করে। তার ভাষ্য, ‘আমেরিকা থেকে ফোন, অস্ট্রেলিয়া থেকে ফোন। আমার একশন কাটের লাইসেন্সে ছবি ইমপোর্ট করা যাবে না। এবং তারা এটাও জানতো মূল কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয়ে গেছে। আমার কোম্পানি ছাড়া ছবিটিও বাংলাদেশে আসবে না।’

তিনি দাবি করেন, কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে ‘অন্য কোম্পানির নামে ছবিটি লিখে দিতে’ বলেন। এমনকি চলচ্চিত্র প্রদর্শক সমিতির কয়েকজন নেতা এবং কিছু প্রযোজকও ওই গোষ্ঠীর সঙ্গে মিলে যান। মামুনের ভাষায়, ‘চোখের সামনে এরা গিরগিটির মতো রং চেঞ্জ করে ফেলল। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে মামুন ঠেকাও জোট শুরু করল।’

পরিচালকের দাবি, এই কারণেই শেষ পর্যন্ত ‘পুষ্পা টু’ বাংলাদেশে আসেনি। তিনি লিখেছেন, ‘ফলাফল কী, পুষ্পা টুর মতো হিট ছবি বাংলাদেশ আসল না। এবং হিন্দি ছবি আনার সকল দরজা জানালা বন্ধ হয়ে গেল।’

বর্তমানে যারা হিন্দি ছবির পক্ষে কথা বলছেন, তাদের নিয়েও মন্তব্য করেছেন মামুন। তার কথায়, ‘এখন সেই লোকগুলোকেই যখন বলতে শুনি হিন্দি ছবিগুলোর জন্য আমাদের হলগুলো ভালোই চলছিল, তখন একা একাই হাসি।’

আমাদের সময়/ এসএ