সংস্কারসহ আট দফা দাবিতে সিলেটের রেলপথে অবরোধ

মৌলভীবাজার প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ১৫:৩৫
শেয়ার :
সংস্কারসহ আট দফা দাবিতে সিলেটের রেলপথে অবরোধ

সিলেটের রেলপথ সংস্কার এবং সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচী শুরু হয়েছে শনিবার (১ নভেম্বর) সকাল থেকে। আন্দোলনকারীরা জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অবরোধ চলবে।

এদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া, শমশেরনগর, ভানুগাছ স্টেশনে অবরোধের সমর্থন দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও একাত্মা প্রকাশ করেছেন।

অপরদিকে অবরোধ চললেও সকাল সাড়ে আটটার পর সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল ষ্টেশন ছেড়ে চলে গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ট্রেন আটকানোর খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যায় কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠক হয়। বৈঠকে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা ঘোষণা দেন, ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ শুরু হবে। বৈঠকের পর পরই আন্দোলনকারীরা কুলাউড়া রেলস্টেশনে বিক্ষোভ মিছিলও করেন। এরই প্রেক্ষিতে শনিবার সকাল থেকে আন্দোলনকারীরা সিলেট বিভাগের সব রেলপথে অবরোধে বসেন।

মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘৮ দফা দাবিতে প্রায় তিন মাস শান্তিপূর্ণ কর্মসূচি হলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে আছে। কর্তৃপক্ষ যদি আট দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ পদক্ষেপ না নেয়, তাহলে আগামীতে গোটা সিলেট অচল করে দেওয়া হবে।’

আন্দোলনকারীদের আট দফা দাবি হলো, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু করা; সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা; সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু করা; সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু করা; কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো; সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা; সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন এবং যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি যুক্ত করা।

আমাদের সময়/আরডি