ভূত সাজলেন শাবনূর
পশ্চিমা বিশ্বের জনপ্রিয় উৎসবগুলোর একটি হ্যালোইন। প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই এটি পালিত হয়। হ্যালোইন খ্রিষ্টানদের অন্যতম প্রধান উৎসব হওয়া সত্ত্বেও বিগত কয়েক বছরে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে এশিয়ার বিভিন্ন দেশেও। উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি পাওয়া যায় শোবিজের তারকাদেরও।
এবার হ্যালোইনে দেখা মিলল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে অংশ নিয়েছেন নায়িকা; তাদের সঙ্গে কাউকে দেখা যায় মমি রূপে আবার কাউকে জম্বি রূপে। ভয়ংকর সাজের সঙ্গে মজায় মেতে ওঠেন তারা।
শাবনূর জানান, এটি শুধুই মজার জন্যই করা। নিজেকে তিনি মজার ছলে একজন ‘অসাধারণ মা’ হিসেবে বর্ণনা করেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলা দরকার, শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানই হ্যালোইন উৎসবে অংশ নিয়েছেন তারা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই পালিত হয় হ্যালোইন উৎসব। এ দিনটি মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’