আইসিইউতে ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ১৩:১৫
শেয়ার :
আইসিইউতে ধর্মেন্দ্র

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে গতকাল শুক্রবার দিবাগত রাতে। প্রথমে জানা যায়, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন তিনি। ঘনিষ্ঠ পারিবারিক সূত্রে জানানো হয়, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই।

তবে আজ শনিবার জানা গেল আসল কারণ। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

যদিও দেওল পরিবারের পক্ষ থেকে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে তার আইসিইউতে ভর্তি থাকার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন।

তবে কি বর্ষীয়ান অভিনেতার অবস্থা আশঙ্কাজনক? এ প্রসঙ্গে হাসপাতাল সূত্রের ভাষ্য, ‘শ্বাসকষ্ট নিয়ে ভর্তি, তবে রাতে ভালো ঘুমিয়েছেন তিনি। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আপাতত নেই। রক্তচাপ ও হৃদস্পন্দন পর্যবেক্ষণ করা হয়েছে, সব ঠিক আছে। প্রস্রাবের পরিমাণও যথাযথ। তাই উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ চিকিৎসকরা দেখছেন না।’

এর আগে, গত এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয়। তবে বার্ধক্য এলেও তার ভারে যে তিনি নুইয়ে পড়েননি, সেকথাই তখন পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছিলেন। ধর্মেন্দ্র বলেছিলেন, ‘আমি এখনও শক্ত। এখনও ধর্মেন্দ্রর সেই “দম” রয়েছে। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।’

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার প্রাক্কালেই প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে মন খারাপ নিকটজন ও অনুরাগীদের। এ অবস্থায় ব্যস্ত শিডিউলের মাঝেও বাবা ধর্মেন্দ্রর খেয়াল রাখছেন সানি দেওল ও ববি দেওল।

আমাদের সময়/ এসএ