বেনাপোলে ৮ লাখ টাকার আমদানি নিষিদ্ধ হোমিও ওষুধ জব্দ

বেনাপোল প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ১২:৪০
শেয়ার :
বেনাপোলে ৮ লাখ টাকার আমদানি নিষিদ্ধ হোমিও ওষুধ জব্দ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ হোমিও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (০১ নভেম্বর) সকালে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধের একটি চালান জব্দ করে বিজিবি। জব্দকৃত ওষুধের মূল্য ৮ লাখ ৮ আট হাজার টাকা। 

এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি বলে জানান অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সময়/এএস