এবার সুরেশ দত্ত সম্মাননা তুলে দিচ্ছি আবুল হায়াতের হাতে

সাক্ষাৎকার শুভাশীষ দত্ত তন্ময়

অপূর্ব কুমার কুণ্ডু
০১ নভেম্বর ২০২৫, ০৭:৩০
শেয়ার :
এবার সুরেশ দত্ত সম্মাননা তুলে দিচ্ছি আবুল হায়াতের হাতে

পথিকৃৎ রূপসজ্জাশিল্পী বঙ্গজিৎ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্মৃতিচারণা, সনদ প্রদান, সম্মাননা ও নাটক মঞ্চস্থ হবে। এই আয়োজন নিয়ে কথা বলেছেন রূপসজ্জাশিল্পী, প্রশিক্ষক ও নাট্যনির্দেশক শুভাশীষ দত্ত তন্ময়। সাক্ষাৎকার নিয়েছেন- অপূর্ব কুমার কুণ্ডু

এবারের আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই

রূপসজ্জাশিল্পী সুরেশ দত্তের যোগ্য উত্তরাধিকারী বঙ্গজিৎ দত্ত স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চার এক অপরিহার্য নাম। তার ১৮টি নাটকের মধ্যে দুটি নাটক নিয়মিত মঞ্চায়িত হয়েছে। মেঘদূত নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্ত্বেও রূপসজ্জায় তিনি ছিলেন নিবেদিত নাট্যজন। তার প্রয়াণ দিবসে গত দশ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে তিন দিনব্যাপী রূপসজ্জা কর্মশালা, গুণীজন সম্মাননা, স্মৃতিচারণা এবং নাটকের মঞ্চায়ন। এবারে সনদ প্রদানের পাশাপাশি থাকছে সুরেশ দত্ত ও বঙ্গজিৎ দত্ত সম্মাননা প্রদান এবং উত্তরণ নাটকের মঞ্চায়ন।

এবার কারা সম্মাননা পাচ্ছেন?

সুরেশ দত্ত সম্মাননার ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকে সেই অভিনেতা-অভিনেত্রীর কথা, যিনি তিন প্রজন্মের রূপসজ্জাশিল্পীর কাছ থেকে মেকআপ নিয়েছেন অর্থাৎ সুরেশ দত্ত-বঙ্গজিৎ দত্ত ও আমার হাত থেকে। সেই সূত্রে আমরা অভিনয়শিল্পী আবুল হায়াতকে আমন্ত্রণ জানাই। তিনি সম্মতি জানিয়ে আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। অপরদিকে বঙ্গজিৎ দত্ত সম্মাননা প্রদান করছি প্রায় তিনশত চলচ্চিত্রের সহস্রাধিক চরিত্রের রূপসজ্জাশিল্পী সামসুল ইসলাম সামসুকে। তার মতো গুণী শিল্পীকে পেয়ে আমরা ধন্য।

আজকের নাটকের মঞ্চায়ন নিয়ে জানতে চাই।

অনুষ্ঠানের সমাপনী আয়োজন নাটক উত্তরণের ৩৭তম মঞ্চায়ন। প্রকৃত পথপ্রদর্শকের সংস্পর্শে একজন পথভ্রষ্ট মানুষও যে রাজপথে ফিরে আসতে পারে, সেই পরিপ্রেক্ষিত নিয়ে নাটক উত্তরণ। নাটক উত্তরণ মানুষের উত্তরণের কথা বলে।

নভেম্বর মাসেই প্রদর্শিত হবে আপনার নির্দেশিত নতুন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন।

২১ নভেম্বর (শুক্রবার) স্টুডিও থিয়েটার হলে উদ্বোধন হবে দস্তয়ভস্কির জেন্টল স্পিরিট গল্প অবলম্বনে বিবেকানন্দ থিয়েটারের ২৫তম মঞ্চ নাটক ‘ভাসানে উজান’। নাটকটিতে একক অভিনয় করবেন মো. এরশাদ হাসান। ব্যক্তির হৃদয়ের রক্তক্ষরণ তুলে ধরেছি এই নাটকে।