‘এমন দিনে তারে বলা যায়’
ত্রিভুজ প্রেমের গল্পে
‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান অনেকের বরষা দিনের সঙ্গী। গানটির প্রথম চরণ থেকেই নতুন নাটকের নামকরণ করলেন জাহিদ প্রীতম। ত্রিভুজ প্রেমের গল্পের নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, প্রিয়ন্তী ঊর্বী ও মীর রাব্বী।
সম্প্রতি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়েছে। নির্মাতা বলেন, ‘দীর্ঘদিন পর আমার নির্মাণে নতুন নাটক এলো। এর গল্পটা অন্যরকম। কিছু গল্প আছে, যা সবাইকে বলা যায়, কিন্তু প্রিয় মানুষকে বলা যায় না। আবার কিছু গল্প ভুলে যাওয়াটা মন্দ নয়। নাটকের চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে, শেষ দৃশ্যের আগ পর্যন্ত চরিত্রদের গন্তব্য অনুমান করা যায় না। দর্শকদের পছন্দ হলেই গল্পের নামের ও গল্পের সার্থকতা হবে বলে আশা রাখছি।’
আড়াই বছর পর ‘এমন দিনে তারে বলা যায়’-এর মাধ্যমে জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করলেন তৌসিফ। তিনি বলেন, ‘অনেক দিন পর জাহিদ প্রীতমের সঙ্গে কাজ করলাম এবং ঊর্বীর সঙ্গে প্রথমবার। নাটকের গল্প একটি গোলকধাঁধার মতো। যখন সবাই ভাববে সব বুঝে ফেলেছে, ঠিক তখনই একটি নতুন টুইস্ট নিয়ে আসবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ঊর্বী, সেই সঙ্গে নার্ভাসও। তার ভাষ্যে, ‘নিজেকে প্রথমবার টিভিতে দেখার যে কৌতূহলী অনুভূতি হয়েছিল, এবারও কেন যেন তেমনই লাগছে।’
নাটকে ‘কাজল চোখে ভালোবাসা’ শিরোনামের একটি গান রয়েছে। নীল মাহবুবের কথা ও শরিফুল ইসলামের সুরে এতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। সংগীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল