গোপন রহস্য ফাঁস করলেন সারা
তারকাসন্তান হওয়ার কারণে দর্শক সমালোচনা হয়ে উঠেছে নিত্যদিনের বিষয়। এরপরও সারা আলি খান সবসময় সমালোচনাকে মাথা পেতে নিয়েছেন। যেসব বিষয়ে লোকে কটু কথা বলছে, চেষ্টা করেছেন তা শুধরে নেওয়ার। স্বজনপোষণের বিষয়টি দূরে ঠেলে দিয়ে এমন কিছু করে দেখাতে চেয়েছেন, যা হয়ে উঠছে সমালোচনার মোক্ষম জবাব। সেই চেষ্টাতেই সফল অভিনেত্রীদের একজন হয়ে উঠেছেন বলে দাবি সারা আলী থাসের।
ক্যারিয়ারের সাফল্য নিয়ে এত দিন আলাদা করে কোনো কথা না বললেও এবার সেই গোপন রহস্য ফাঁস করলেন অভিনেত্রী। সমালোচনাকে কীভাবে সামলান, সেই বিষয়ে তিনি বলেন, ‘আমি নিজেকে বারবার মনে করাই যে, আমার কাজের সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কিন্তু সমালোচনা তো অনেক সময়েই কটাক্ষের রূপেও ধেয়ে আসে, তখন? সেই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আক্রমণ যদি ব্যক্তিগত হয় কিংবা মনে হয় আমাকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলো নিজের মনে প্রবেশ করতে দেই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কে, কী আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।’
প্রসঙ্গত, অভিনেত্রী সারা আলী খান হলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা। জন্মসূত্রে তিনি পতৌদি পরিবারের সদস্য এবং মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের নাতনি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা