হিমাগার থেকে আলু তুলতে পারছেন না কৃষক-ব্যবসায়ী
আলুর দাম না থাকায় লালমনিরহাটের পাঁচ উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারে সংরক্ষিত আলু নিয়ে মহাবিপাকে পড়েছেন। হিমাগারে রাখা ৬০ কেজির এক বস্তা আলুর উৎপাদন খরচ ও ভাড়া মিলিয়ে প্রায় দেড় হাজার টাকা পড়লেও বর্তমানে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। এতে প্রতি বস্তায় লোকসান হচ্ছে অন্তত ৬০০ টাকা।
কৃষকরা বলছেন, বাজারে দাম না থাকায় তারা আলু বিক্রি করছেন না। ফলে হিমাগারে মজুদ কমছে না। গত বছর এ সময়ে হিমাগার থেকে ৫০ আলু বিক্রি হলেও এ বছর এখন পর্যন্ত বিক্রি হয়েছে ২০ ভাগেরও কম। এতে লোকসানের পাশাপাশি নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন হিমাগার মালিকরাও।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে ৭ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ২ লাখ ৪ হাজার টন। জেলার নয়টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে ৭৮ হাজার টন আলু। উৎপাদন বেশি হওয়ায় মৌসুমের শুরু থেকেই কৃষকরা আশানুরূপ দাম পাননি। অথচ গত বছর আলুর ভালো দামে কৃষক ও ব্যবসায়ী উভয়েই লাভবান হন। সেই ধারাবাহিকতায় এবার অধিকাংশ ব্যবসায়ীও কৃষকদের পাশাপাশি হিমাগারে আলু মজুদ করেছিলেন।
হিসাব অনুযায়ী, হিমাগারে আলু মজুদের সময় এক বস্তার খরচ হয়েছে ১০০০ থেকে ১১০০ টাকা। এর সঙ্গে ভাড়া যোগ করে মোট খরচ দাঁড়িয়েছে প্রায় ১৫০০ টাকা। কিন্তু চার মাস সংরক্ষণের পর এখন একই বস্তা আলু বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। হিমাগার ভাড়া বাদ দিলে কৃষকের হাতে থাকছে ২৫০ থেকে ৩০০ টাকা মাত্র।
আদিতমারীর চরিতাবাড়ী গ্রামের কৃষক সালাম মিয়া বলেন, লাভের আশায় হিমাগারে ১০০ বস্তা আলু রেখেছিলাম। দুই মাস পর বিক্রি করে হাতে এসেছে মাত্র ২৮ হাজার টাকা। অথচ মৌসুমে বিক্রি করলে পেতাম প্রায় ৬০ হাজার টাকা। এভাবে আলু চাষ করে আমরা এখন নিঃস্ব।
কালীগঞ্জ উপজেলার কমলাবাড়ীর কৃষক ফারুক হোসেন বলেন, ৫০ বস্তা আলু রেখেছি স্থানীয় ফাতেমা হিমাগারে। কিন্তু দাম না থাকায় বিক্রি করতে পারছি না। এখন বিক্রি করলে ২০ হাজার টাকার মতো লোকসান হবে। অথচ আমন ধান রোপণের খরচ জোগাতে এই আলু রেখেছিলাম।
কালীগঞ্জের চাপারহাট বাজারের ব্যবসায়ী মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, আলুর দাম বাড়লে সরকারের বিভিন্ন সংস্থা দাম কমানোর জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু এখন আলুর দাম পড়ে গেলেও কারও কোনো মাথাব্যথা নেই। এতে কৃষক ও ব্যবসায়ী উভয়েই লোকসানে পড়েছে।
অন্য ব্যবসায়ী জাবেদ হোসেন জানান, তিনি ১৫০ টাকা বস্তা দরে কয়েক ট্রাক আলু কিনেছেন। কিন্তু পাইকারি বাজারে চাহিদা না থাকায় পাঠাতে পারছেন না। ফলে লোকসান সঙ্গী করেই আলু বিক্রি করতে হচ্ছে।
হিমাগার মালিকদের অভিযোগ, এবার কৃষক ও ব্যবসায়ী কেউ আলু তুলতে আসছেন না। গত বছর যেখানে আগস্ট মাসের মধ্যে হিমাগার থেকে ৫০ থেকে ৬০ হাজার বস্তা আলু বের হয়েছিল, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ২০ থেকে ৪৫ হাজার বস্তায়। ফলে আগামী নভেম্বরের মধ্যে মজুদ পুরোপুরি খালি হবে কিনা তা নিয়েও তারা দুশ্চিন্তায় আছেন।
লালমনিরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, কৃষকরা আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, কৃষক ও ব্যবসায়ীদের লোকসান থেকে বাঁচাতে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, চলতি মৌসুমে উৎপাদন হয়েছে ২ লাখ ৪ হাজার টন। এর মধ্যে ৭৮ হাজার টন আলু হিমাগারে সংরক্ষিত আছে। কিন্তু বাজারে দাম না থাকায় কৃষকরা আলু তুলতে আসছেন না। এতে আলুর বাজার ব্যবস্থাপনা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।