ভোটের নামে কেউ প্রহসনের সুযোগ পাবে না: অ্যাটর্নি জেনারেল ‎

বাসস
৩১ অক্টোবর ২০২৫, ২০:৫৩
শেয়ার :
ভোটের নামে কেউ প্রহসনের সুযোগ পাবে না: অ্যাটর্নি জেনারেল ‎

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‎আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাতে কেউ আর ভোট দিতে পারবে না। ভোটের নামে জনগণের সঙ্গে কেউ আর প্রহসনের সুযোগ পাবে না।’

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকূপার বগুড়া, আবাইপুর ও নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

গণজমায়েতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘১৭ বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিল, তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন।’

তিনি বলেন, ‘গত এক বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছেন, তাদের উচিত নিজেদের শুধরে নেওয়া। আপনাদের নেত্রী হাসিনা সবাইকে রেখে তার আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে গেছে। এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন। এতে কোনো লাভ হবে না।’

আমাদের সময়/জেএইচ