‘দেশেই রোগ নির্ণয়ের নির্ভুল ব্যবস্থা, মিলবে সঠিক চিকিৎসা’

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৫, ১৯:৪৬
শেয়ার :
‘দেশেই রোগ নির্ণয়ের নির্ভুল ব্যবস্থা, মিলবে সঠিক চিকিৎসা’

‘নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা যায়। দেশেই আছে রোগ নির্ণয়ের আধুনিক ডিজিটাল ব্যবস্থা। এর মাধ্যমে দেশেই বিভিন্ন রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব।’

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার আয়োজিত ‘অ্যাডভান্সমেন্টস ইন ল্যাবরেটরি ডায়াগনস্টিকস – ক্লিনিক্যাল অ্যান্ড ডিজিটাল’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবট-এর যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দিন হাসান রশীদ। মেডিপ্যাকের লক্ষ্য ও দেশে উন্নত ও আধুনিক ডায়াগনস্টিক হেলথকেয়ার সেবার প্রসারে তাঁদের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি।

সায়েন্টিফিক সেশনগুলোতে অ্যাবট ইন্ডিয়া এবং অ্যাবট এপ্যাক-এর পক্ষ থেকে বক্তারা ল্যাবরেটরি মেডিসিনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন। অ্যাবট ইন্ডিয়ার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার (ক্লিনিক্যাল এক্সিলেন্স) সুমিতা নায়েক ক্যানসার নির্ণয়ে ‘বায়োমার্কার’ এর ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেন।

অ্যাবট ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ডিরেক্টর ডা. টিনা জুবিন তুলে ধরেন নতুন ডায়াগনস্টিক পদ্ধতির মাধ্যমে কীভাবে নির্ভুলভাবে রোগ নির্ণয় ও রোগীর সেবার মান উন্নত করা যায়।

সমাপনী সেশনটি পরিচালনা করেন অ্যাবট এপ্যাক-এর ডিজিটাল হেলথ সলিউশনস অ্যান্ড সিস্টেমস-এর মার্কেটিং ম্যানেজার সিহি পার্ক। তিনি ল্যাবরেটরির কার্যক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণে ডিজিটাল ট্রান্সফরমেশনের গুরুত্ব তুলে ধরেন।

মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. শামসুদ্দিন জিয়া অংশগ্রহণকারী, বক্তা ও অংশীদারদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সার্থকতা ও আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির মাধ্যমে দেশে উন্নত চিকিৎসা সেবায় মেডিপ্যাকের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

আমাদের সময়/জেএইচ