নির্মিত হল বিশেষ নাটক ‘নাপতা’
বরিশালের একটি পাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্লেয়ারদের চুলের কাট দেয়া হবে। ওই অঞ্চলে চুলের এই স্টাইলিশ কাটিং দিতে পারবে স্থানীয় নবাবী সেলুনের সিরাজ। সে নাপিত হলেও ওই এলাকায় তুমুল জনপ্রিয়।
এলাকার যেকোনো কাজে সিরাজের ভালো-মন্দ মতামত বেশ মূল্যবান! সিরাজের এই জনপ্রিয়তা দেখে স্থানীয় চেয়ারম্যান তার সেলুন পুড়িয়ে দেয়। এরপরে ঘটে অন্যরকম এক ঘটনা।
এমনই গল্পে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘নাপতা’। এটি মূলত বরিশালের আঞ্চলিক শব্দ, যার অর্থ হচ্ছে ‘নাপিত’। নাটকটি নির্মাণ করেছেন রাহাত মোহাম্মদ রনমোর। গল্প তারই।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাপতা’ দেখে দর্শক বিনোদিত হবেন। দর্শকদের কথা মাথায় রেখেই এটি নির্মিত হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।
নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাশরুর ইনান, যিনি ‘কিটো ভাই’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এতে আরও অভিনয় করেছেন দেবাশীষ চক্রবর্তী, সাবিনা মিম, তামান্না (ইনফ্লয়েন্সার), নুরুল আলম রনি, মাহমুদ সাগর, আল মাহমুদ সুমন’সহ শতাধিক শিল্পী।
প্রসঙ্গত, নাটকটির মিউজিক করছেন শহরতলি ব্যান্ডের সাদি মোহাম্মদ। শিগগির চ্যানেল আইয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা যাবে এটি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
আমাদের সময়/কেইউ