রাজধানীতে যুবককে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৫, ১৮:৩২
শেয়ার :
রাজধানীতে যুবককে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আনোয়ার হোসেন বাবু (৪৩) নামের এক যুবককে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইলে এ ঘটনাটি ঘটে।  

আনোয়ার হোসেন বাবু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ইলেক্ট্রিশিয়ান পদে সদরঘাটে কর্মরত ছিলেন। দুই সন্তানের বাবা বাবু যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, শুক্রবার সকালে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন তার ভাই বাবু। পরে সংবাদ পান তার ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়া একটি (বাসের বডি তৈয়ার হয়) গ্যারেজে নিয়ে তার হাত পা বেঁধে রেখেছে।

তিনি বলেন, ‘ওই সংবাদ শুনে আমার মা দিলরুবা আক্তার সেখানে গিয়ে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় হাত-পা বাঁধা অবস্থায় আমার ভাইকে পান। আমার ভাই মাকে জানিয়েছে, তাকে রড লোহার অ্যাঙ্গেল দ্বারা পিটাইছে। পরে তার মৃত্যু হয়। ’

দেলোয়ার দাবি করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ভাই নামাজ পড়ে ফেরার পথে সুমন নামের এক যুবক তাকে সেই গ্যারেজে নিয়ে গিয়েছিল। শুনেছি সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে নিয়ে গেছে।  ওই এলাকায় বেশ কয়েকজন দারোয়ান ডিউটি করে। তারাও জানতে পারে, কারা তার ভাইকে হত্যা করেছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমীর হোসেন বলেন, সংবাদ পেয়ে ওই গ্যারেজ থেকে বাবুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ তার স্বজনেরা নিয়ে গেছেন।

তিনি বলেন, নিহতের কপালে, নাকে, পিঠে, হাতে পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে জখম পাওয়া গেছে। পুলিশের ধারণা, ওই সব আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আমাদের সময়/জেআই