‘৫০ হাজার টাকা না দিলে মরতে হবে’, চিঠি দিয়ে হুমকি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৫, ১৭:৩১
শেয়ার :
‘৫০ হাজার টাকা না দিলে মরতে হবে’, চিঠি দিয়ে হুমকি

হাতে লেখা এই চিঠিটি। ছবি: সংগৃহীত

‘ভাই আমাদের হাতে সময় নেই, ৫০ হাজার টাকা দিতে হবে। তা না হলে রাজুর মতো তোমাকে মরতে হবে, তাই বলছি ভুল যেন না হয়’—এভাবে বাড়িতে চিঠি দিয়ে মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় নামে এক যুবককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ অক্টোবর) ভোরের দিকে গ্রিলের ভেতর দিয়ে ভুক্তভোগী সঞ্চয়ের বাড়ির বারান্দায় কে বা কারা (দুর্বৃত্ত) হাতে লেখা এই চিঠিটা রেখে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি বাসিন্দাদের।

এ ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের দুর্গাপুর খানপাড়া গ্রামে। হুমকির শিকার মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় ওই গ্রামের মৃত মোতাহার হোসেন খানের ছেলে।

একটি গাইড বইয়ের কভারে হাতে লেখা হুমকির ওই চিঠিতে বলা হয়, ‘সঞ্চয় ছোট ভাই আশা রাখি ভাল আছ। ভাই আমাদের হাতে সময় নেই, তাই বলছি আগামী ৫ তারিখ ৫০ হাজার টাকা আমাদেরকে দিতে হবে। তা না হলে রাজুর মতো তোমার কিন্তু মরতে হবে, তাই বলছি ভুল যেন না হয়। পড়ে ৫ লাখ টাকা দিলেও আমাদের প্রয়োজন হবে না। রাজুর কাছে কিন্তু ৩ লাখ টাকা ছিল আমরা নেই নাই। কারণ সে তারিখ মিস করছে এবং গোপনে তথ্য জানার চেষ্টা করেছিল যার কারণে তাকে বিদায় করে দিয়েছি। তাই তোমাকে বলছি ভুল যেন না হয়। আগামী ৫ তারিখে টাকা একটি ব্যাগে করে তোমার বাড়ির গেটের সিঁড়ির পূর্ব সাইটে রাখবে। রাত ২/৩ টার সময় নিয়ে আসব। কোনোরকম চালাকি করার চেষ্টা কর, তাহলে ভাই তোমার সব কিছু পড়ে থাকবে, শুধু থাকবে না তুমি। দেহ এক জায়গায় মাথা এক জায়গায় থাকবে। তাই বলছি তারিখ যেন মিছ না হয়।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে হুমকির শিকার (ভুক্তভোগী) সঞ্চয় বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় ওই চিঠি দেখতে পাই। বুধবার ভোরের দিকে কে বা কারা গ্রিলের ভেতর দিয়ে ফেলে দিয়ে গেছে। চিঠিটা হাতে পেয়ে ওইসব লেখা দেখি। এরপর বিষয়টি স্থানীয় সামিউল আলম তুষারসহ এক বড় ভাইকে জানায়। এরপর প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদিও আমি ভীত বা আতঙ্কিত নই। তারপরও বিষয়টি এলাকার জন্য খারাপ এবং বিষয়টি সেনসেটিভ। আশা করছি প্রশাসন তাদের টেকনোলজি ব্যবহার করে এই চিঠির জট উদঘাটন করবে। আর যে বা যারা এসব ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করছি।’

বিষয়টি শুনেছেন বলে জানালেন স্থানীয় সামিউল আলম তুষারসহ অনেকে। তারা বলেন, ‘সঞ্চয়কে চিঠি দিয়ে হুমকি দেওয়ার এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কারণ ইতিপূর্বে এই এলাকায় রাজু নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ওই সময় রাজুর মাথার মগজ গাছের ডালে ঝুলছিল। যার কারণে বিষয়টি সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা স্থানীয়রা চরম আতঙ্কে আছি। তাই আমরা স্থানীয় হিসেবে দাবি করছি- এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।’

তারা আরও বলেন, ‘সঞ্চয় আমাদেরকে বিষয়টি অবগত করে। এরপর আমরা তাকে প্রশাসনের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছি। এই বিষয়টির সুরাহা হওয়া উচিৎ। কারণ চিঠি দিয়ে হুমকি দেওয়া এই বিষয়টি কারো কাম্য নয়। এছাড়া ইতিপূর্বে এই এলাকায় রাজু নামের যে যুবককে হত্যা করা হয়েছিল তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল।’

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে শুনেছি। পুলিশ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসবে। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’

উল্লেখ, গত ২০০৫ সালে পার্শ্ববর্তী কাজিপাড়া এলাকার রাজু নামের এক যুবক কুজাইল বাজার থেকে ভ্যানযোগে বাড়ি যাওয়ার পথে কুজাইল বালিকা বিদ্যালয় এলাকায় পৌঁছামাত্রই নিহত হয়। ওই সময় নিহতের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথার মগজ একটি গাছের ডালে ঝুলছিল বলে জানান স্থানীয়রা। 

আমাদের সময়/আরডি