‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ১১:২৭
শেয়ার :
‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন ব্রিটেনের রাজার ভাই অ্যান্ড্রু

‘প্রিন্স’ উপাধি হারাচ্ছেন অ্যান্ড্রু। উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদও ছাড়তে যাচ্ছেন তিনি। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এই সিদ্ধান্ত এলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে বাকিংহাম প্রাসাদ জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে শুধু অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন।

ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর এই মাসের শুরুর দিকেই অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন, যার মধ্যে ডিউক অব ইয়র্ক খেতাবও ছিল।

এই মাসেই ভার্জিনিয়া জিউফ্রের লেখা একটি স্মৃতিকথা বেরিয়েছে। মৃত্যুর পর প্রকাশিত লেখাটিতে তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন।

এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করেছেন অ্যান্ড্রু। সাম্প্রতিক এই ঘটনাবলির প্রতিক্রিয়ায় জিউফ্রের পরিবার জানিয়েছে, ‘নিজের সত্য আর অসাধারণ সাহস দিয়ে তিনি এক ব্রিটিশ রাজপুত্রকে নত করেছেন।’

প্রাসাদ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, রাজা ‘আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, খেতাব ও সম্মানসূচক পরিচয় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন।’

এতে আরও বলা হয়, উপাধির পাশাপাশি রয়্যাল লজের লিজ বাতিলের আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে। অ্যান্ড্রুকে স্যান্ড্রিংহাম এস্টেটে একটি ব্যক্তিগত আবাসনে স্থানান্তর করা হবে, যেটি রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল অর্থায়ন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি এখনো অস্বীকার করে চললেও, এই পদক্ষেপগুলো প্রয়োজনীয় বিবেচিত হয়েছে।’

এ ছাড়াও প্রাসাদ জানিয়েছে, তারা ‘যে কোনো ধরনের নির্যাতনের শিকারদের পাশে রয়েছে।’

অ্যান্ড্রুর দুই প্রাপ্তবয়স্ক মেয়ে ইউজেনি ও বিয়াট্রিসের ‘প্রিন্সেস’ উপাধি থাকবে সিংহাসনের উত্তরাধিকার তালিকায় এবং অ্যান্ড্রু এখনো এই তালিকার অষ্টম স্থানে রয়েছেন।