নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৫, ১১:১৬
শেয়ার :
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁর ধামইরহটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত ও তার সঙ্গে থাকা আরোহী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিতহ যুবক উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের সাতআনা এলাকার ইয়াসিন আলীর ছেলে। এছাড়া আহত মোটরসাইকেল আরোহী একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু মুছা (২৫)।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালক ও আরোহী ধামইরহাট বাজার থেকে বাড়ি দিকে ফিরছিলেন। পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা মোড়ে পৌঁছালে একই দিকে চলা একটি চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে চালক হাবিবুর রহমান মারা যান। নিহত যুবক ধামইরহাট নিমতলী বাজারে কসমেটিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এদিকে আহত আবু মুছাকে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।