পাকিস্তানি অভিনেতা উজাইর আব্বাসি মারা গেছেন
পাকিস্তানের বিখ্যাত অভিনয়শিল্পী উজাইর আব্বাসি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা পরিচালক ও প্রযোজক শামুন আব্বাসি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
শামুন আব্বাসি চাচার মৃত্যুর তথ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার প্রিয় চাচা, আমার অনুপ্রেরণা, আমার বন্ধু, আমার পথপ্রদর্শক আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তার ক্ষমার জন্য আপনারা অনুগ্রহ করে সূরা আল ফাতিহা পাঠ করুন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উজাইর আব্বাসির মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা গভীরভাবে শোকাহত এবং তার অবদানের জন্য সবাই স্মরণ করছেন প্রিয় অভিনেতাকে। প্রবীণ এ অভিনেতার কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সার রাহ’, ‘করাচি বিভাগ’ (২০২১), ‘বাশু’ (২০২৩), ‘হীর রঞ্জা’ (২০১২) ও ‘খিলোনা’ নাটক।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উজাইর আব্বাসির বড় ভাই জুবায়ের আব্বাসি ছিলেন একজন বিখ্যাত প্রযোজক ও পরিচালক। আবার তার ভাতিজা শামুন আব্বাসি একজন বিখ্যাত পরিচালক, লেখক ও প্রযোজক।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস