দুই ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৫, ০৭:৫৬
শেয়ার :
দুই ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দিল হামাস

ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের হেফাজতে থাকা দুই ইসরায়েলি বন্দীর মৃতদেহ ইসরায়েলকে হস্তান্তর করেছে। এই হস্তান্তরটি ঘটেছে গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের প্রাণঘাতী হামলা শুরুর একদিন পর।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বৃহস্পতিবার জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে ওই দুই মৃতদেহ ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলো শনাক্তকরণের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ২০ জীবিত বন্দিকে মুক্তি দেয়, বিনিময়ে ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে ছেড়ে দেয়। একইসঙ্গে ইসরায়েলি বাহিনী গাজার নগর এলাকায় আংশিকভাবে সেনা প্রত্যাহার সম্পন্ন করে।

তবে ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা জুড়ে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ১০৪ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ৪৬ জন শিশু এবং ২০ জন নারী।