বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার উদ্বোধন

সাংস্কৃতিক প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৫, ১০:৩০
শেয়ার :
বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার উদ্বোধন

বাংলা সাহিত্যের আধুনিক কবিতায় যে কজন কবি স্বতন্ত্র ভাষা ও ভাবের সেতু রচনা করেছেন, তাঁদের মধ্যে অন্যতম কবি আল মাহমুদ। এই কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমিতে উদ্বোধন করা হয়েছে ‘আল মাহমুদ লেখক কর্নার’। গত বুধবার দুপুর ১টায় একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় নবনির্মিত এ কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা, পরিচালক, উপ-পরিচালকসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আল মাহমুদ লেখক কর্নারে সাহিত্যচর্চা, আলোচনা ও লেখক আড্ডার জন্য পৃথক দুটি পরিসর রাখা হয়েছে। এখানে রয়েছে ৫০ আসনের আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সেমিনার কক্ষ, যা উন্নত সাউন্ড সিস্টেমসহ সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক আয়োজনের জন্য নামমাত্র মূল্যে বরাদ্দ নেওয়া যাবে। এ ছাড়া লেখক আড্ডার কক্ষটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত লেখক ও সাহিত্যপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলা একাডেমির এই উদ্যোগে সমকালীন ও নবীন লেখকরা নতুন অনুপ্রেরণা পাবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আল মাহমুদের অবদান স্মরণে কর্নারটি হয়ে উঠবে সৃজনশীল চর্চার নতুন কেন্দ্র।

কবি আল মাহমুদ সাহিত্যচর্চার পাশাপাশি সাংবাদিকতা, সম্পাদনা ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং দেশপ্রেমের মর্মবাণী ছড়িয়ে আছে তাঁর প্রতিটি লেখায়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছেÑ কালের কলস, সোনালি কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো, দ্বিতীয় ভাঙন, মুক্তিযুদ্ধের কবিতা প্রভৃতি। কবিতার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনাতেও সমান দক্ষ ছিলেন। তাঁর গদ্যভাষা ছিল কাব্যিক, প্রাণময় ও চিত্রধর্মী। সাহিত্যকীর্তির স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা। তাঁর কবিতা আজও পাঠকহৃদয়ে মানবজীবন ও প্রকৃতির গভীর রসের দ্যোতনা জাগিয়ে রাখে।