হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজু। ছবি: সংগৃহীত
পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ফিরোজ আহম্মেদ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গ্রেপ্তার রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার চক ভোলাখাঁ গ্রামে মামাতো ভাইয়ের বিবাহোত্তর অনুষ্ঠানে যোগ দেন রাজু। খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে হাতকড়া পরায়।
এ সময় রাজুর চিৎকার শুনে স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে দুই শতাধিক নারী-পুরুষের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ ওই গ্রামের ১১ নারী ও ১০ জন পুরুষকে গ্রেপ্তার করলেও রাজু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
অবশেষে বুধবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে বগুড়ার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
আমাদের সময়/আরডি