‘ব্যস্ততা’ দেখিয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করলেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ১৬:১১
শেয়ার :
‘ব্যস্ততা’ দেখিয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করলেন না ট্রাম্প

সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাক্ষাৎ। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার(৩০ অক্টোবর) জানিয়েছেন, এই সপ্তাহে দক্ষিণ কোরিয়া সফরের সময় তিনি ‘অত্যন্ত ব্যস্ত’ থাকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে পারেননি। তবে তিনি পরে সাক্ষাৎ করতে পারেন।

দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘কিম জং উনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল।’

এর আগে দক্ষিণ কোরিয়া সফরের আগের ট্রাম্প বলেছিলেন, কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। তিনি বলেছেন, ‘যদি তিনি (কিম) দেখা করতে চান, তাহলে আমি তার সঙ্গে দেখা করতে চাই। কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। যদি তিনি দেখা করতে চান, তাহলে আমি দক্ষিণ কোরিয়ায় থাকব।'

কিমের সঙ্গে দেখা করার জন্য তিনি কি তার সফরের মেয়াদ বাড়াবেন কি না - জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি এটা ভাবিনি, তবে আমার মনে হয় উত্তর হবে হ্যাঁ।’ তবে শেষ পর্যন্ত দুই নেতার দেখা হয়নি। ট্রাম্প জানিয়েছেন তিনি ব্যস্ত থাকায় সময় বের করতে পারেননি।