প্রস্তুত ‘দম’ টিম, যাচ্ছে শুটিংয়ে
অনেকদিন পর ঘটা করে আয়োজিত হলো কোনো সিনেমার মহরত। ‘দম’ সিনেমার আয়োজনের মাধ্যমে আবারও শব্দটি শুনলো ঢালিউড সংশ্লিষ্টরা। মূলত সিনেমার শুটিং শুরুর আগে মহরত অনুষ্ঠিত হয়। যেখানে প্রযোজক–পরিচালক–শিল্পী–কুশলীরা তাদের শুভানুধ্যায়ীদের শুভকামনা, দোয়া, আশীর্বাদ নিয়ে শুরু করেন নির্মাণ যাত্রা। ‘দম’ সিনেমার দৃশ্যধারণও শুরু হচ্ছে শিগগিরই। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজিত মহরত অনুষ্ঠানে শুটিং প্রস্তুতি, শিল্পী–কুশলী পরিচিতিসহ নানা তথ্য জানান সিনেমার প্রযোজক, পরিচালক।
‘দম’ সিনেমাটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। কাজাখস্তান থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এরইমধ্যে সেখানে লোকেশন দেখে এসেছেন নির্মাতা, প্রযোজক, অভিনেতা। প্রকাশ পেয়েছে তার ছবিও। কেন সেখানে শুটিং? আর প্রস্তুতিই বা কেমন? জানতে চাইলে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ’আমরা দুর্গম কিছু লোকেশনে শুটিং করতে যাচ্ছি এবং সেখানে এখন আবহাওয়াটাও প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন একসঙ্গে পাচ্ছি সেখানে, পাচ্ছি টেকনিক্যাল সাপোর্টও, সব মিলিয়ে কাজাখস্তানে শুটিং করা। আপনাদের দোয়া–আশীর্বাদ নিয়ে শুটিং শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিকূলতা পেরিয়ে একটা ভালো সিনেমা নির্মাণ করতে পারি।’
‘দম’ সিনেমার প্রযোজক এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ’শুটিংয়ে যাওয়ার আগে সবার দোয়া নিতেই আমাদের এ আয়োজন। আমরা এবার এক দমে সিনেমাটা শেষ করতে চাই। শুটিং শুরু করতে দেরি হলো কারণ এটা বেশ কঠিন একটা স্ক্রিপ্টের কাজ, তাই সিনেমাটার নির্মাণ প্রক্রিয়াও কঠিন। সিনেমাটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আমরা যেন ঠিকমতো কাজটা শেষ করে দর্শকদের সামনে হাজির করতে পারি সেই দোয়া করবেন।’
আয়োজনে প্রথমেই নির্মাতা রেদওয়ান রনি পরিচয় করিয়ে দেন ‘দম’ সিনেমার চিত্রনাট্যকার সৈয়দ আহমেদ শাওকী আল-আমিন হাসান নির্ঝর মো. সাইফুল্লাহ রিয়াদের সঙ্গে। সিনেমাটির আরেকজন চিত্রনাট্যকার রবিউল আলম রবি দেশের বাইরে থাকায় মহরতে উপস্থিত থাকতে পারেননি। নির্মাতার মতে, ’সিনেমা নির্মাণের প্রথমেই দরকার হয় একটা ভালো চিত্রনাট্য। আর ‘দম’ যেহেতু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত, তাই মূল ঘটনাটার কতটা রাখা যাবে কতটা রাখা সম্ভব নয়, এর সঙ্গে কতটা ফিকশন যুক্ত করলে ভালো হবে বা চরিত্রগুলো কতটা বড় হবে–পুরো বিষয়টাই ছিল খুব কঠিন প্রক্রিয়া। সেগুলো একটু একটু করে ডেপলপ করা হয়েছে। শেষমুহূর্তে হয়তো আরও কিছু যোগ–বিয়োগ হতে পারে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
২০২৩ সালের ডিসেম্বরে জানানো হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করবেন ‘দম’, সিনেমায় অভিনয় করবেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছরের জুলাইতে সিনেমাটিতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বুধবারের মহরত অনুষ্ঠানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অভিনেত্রী পূজা চেরিকে। ‘দম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। অনুষ্ঠানস্থলে পালকিতে করে আসেন এ অভিনেত্রী।
পূজা চেরি বলেন, ‘দম’ সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে এটা আমার অভিনেয় জীবনের পুনর্জন্ম। আমি খুব এক্সাইটেড, এত ভালো একটা চিত্রনাট্য ও চরিত্র, আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। অনেকে বলতে পারেন এতগুলো সিনেমা করার পর কেন আমি এটা বলছি। ‘দম’ দেখার পর হয়তো দর্শকা সেটা বুঝতে পারবেন। এই কাজের পর আমি নিজেকে আরও প্রুভ করতে পারব।’
সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে পূজা বলেন, ‘আমাকে শাহরিয়ার শাকিল ভাই ফোন করে বললেন রেদওয়ান রনি ভাই ফোন করবেন ‘দম’ সিনেমার জন্য। আমি তো দারুণ এক্সাইটেড। কিন্তু রনি ভাই আর ফোন করেন না। কয়েকদিন পর ফোন দিয়ে বললেন আমার অডিশন নিতে চান। আমিও খুব অ্যাকটিভ ছিলাম, কারণ আমি ‘দম’ সিনেমাটা করতে চাচ্ছিলাম। অডিশন দেয়ার পর তো আমি আরও টেনশনে! একটাই ভাবনা, কাজটাতে যুক্ত হতে পারব তো? যখন আমাকে জানানো হলো যে আমি চূড়ান্ত, ওই দুই–তিনদিন আমার কোনো কথা নেই, খাওয়া বন্ধের মতো, আমি যে কী খুশি হয়েছি এটা আমার সঙ্গে যারা ওই সময়ে ছিলেন তারা জানেন। এখন আমরা নিয়মিত রিহার্সেল করে যাচ্ছি, জার্নিটা খুব ভালো লাগছে।’
পূজা জানান, এটি তার আফরান নিশো, রেদওয়ান রনি, এসভিএফ আলফা–আই, চরকির সঙ্গে প্রথম কাজ। চঞ্চল চৌধুরীর সঙ্গে তিনি কাজ করেছেন তাও ছোট বেলায়। সব মিলিয়ে দারুণ লাগছে পূজার। সেই ভালো লাগা আর সবার দোয়া নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াতে চান তিনি। অভিনেত্রী এও জানিয়েছেন, ক্যামেরার সামনে মেক–আপ ছাড়াই নাকি অভিনয় করতে হবে তার।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
‘দম’ সিনেমায় যুক্ত হওয়ার পর মহরতের মাধ্যমে আফরান নিশোও প্রথমবার আসলেন ক্যামেরার সামনে। প্রস্তুতি আর রিহার্সেলের মধ্যে আছেন তিনিও। শারীরিক ও মানসিক প্রস্তুতি তাকে মাঝে মধ্যেই ক্লান্ত করে তুলছে। আর যখনই তিনি ক্লান্ত হচ্ছেন তখনই নাকি প্রযোজক, পরিচালক, চঞ্চল চৌধুরী, পূজা চেরির সঙ্গে কথা বলে হালকা হওয়ার চেষ্টা করছেন। এক মাসের মধ্যে আফরান নিশো নিজের ওজন কমিয়েছেন ১২ থেকে ১৪ কেজি। অভিনেতা বলেন, ’প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় ওজন হয়েছিল ৯৫–৯৭ কেজি। ‘দম’ সিনেমার জন্য পরিচালক আমার ওজন করতে বলছেন ৭৫ কেজি। কিন্তু এক–দেড় মাসে ২০ কেজি ওজন কমানো সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমার ওজন ৮৩ কেজি।’
শারীরিক পরিবর্তন না করতে মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ’সবাই অপেক্ষা করছে সিনেমাটি নিয়ে। আমিও অপেক্ষা করছি শুটিংয়ে যাওয়ার। তার আগে আপনাদের কাছে দোয়া চাই। আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি। ভিন্ন রকমের চ্যালেঞ্জিং চরিত্র করতে শিল্পীরা মুখিয়ে থাকে। এবার আমাদের এই সুযোগ করে দিয়েছে শাহরিয়ার শাকিল ও রেদওয়ান রনি। একেবারে নতুন গল্প নতুন চরিত্র। আমাদের জন্য অন্যরকম চ্যালেঞ্জ। এরকম প্রজেক্ট আমি করিনি। আর সে জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। আশা করি এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন।’
মহরত অনুষ্ঠানে চরকির পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যিক–সাংবাদিক আনিসুল হক। ‘দম’ টিমকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন গীতিকার কবির বকুল, প্রথম আলো–এর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, নির্মাতা শিহাব শাহীন, শঙ্খ দাশ গুপ্ত, তানিম নূর, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, পারশা মাহজাবীন এবং নির্মাতার পরিবারের সদস্যরা।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
প্রসঙ্গত, এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকি সহ প্রযোজিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।
আমাদের সময়/কেইউ