ডিলারশিপ ও চাকরির নামে কোটি টাকা আত্মসাৎ
বিভিন্ন পণ্যের ডিলারশিপ ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের হোতা জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বলেন, জাহাঙ্গীর হোসেন বিভিন্ন কনজুমারস ফুড প্রোডাক্টস কোম্পানির ডিলারশিপ ও চাকরির প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। প্রতারণার কৌশল হিসেবে তিনি প্রথমে বিভিন্ন জায়গায় সুন্দর পরিপাটি অফিস ভাড়া নিয়ে খাদ্য পণ্য মজুদ করতেন। এজন্য প্রথমে তিনি স্থানীয় খোলা বাজার থেকে ভালো গুণসম্পন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ভুয়া নামীয় মোড়কে প্যাকেটজাত করতেন। তারপর বাজার দর থেকে তুলনামূলক কম দামে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতেন তিনি। এভাবে ক্রেতাদের আকৃষ্ট করতেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সিআইডি জানিয়েছে, গত ছয় বছরে প্রতারণার কাজে জাহাঙ্গীর হোসেন বিভিন্ন স্থানে ১৫টিরও বেশি ভুয়া অফিস খুলে মানুষের সঙ্গে প্রতারণা করেন। জাহাঙ্গীর অন্তত ৩০০ ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে এ রকম প্রতারণার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সর্বশেষ ডিএমপির মোহাম্মদপুর এলাকার রেসিডেন্সিয়াল কলেজের পাশে ‘তালুকদার এন্টারপ্রাইজ’ নামের অফিস খুলে প্রতারণার সময় সিআইডির কাছে হাতেনাতে গ্রেপ্তার হন।