মঞ্চে লাগল আগুন, তবুও নাচ থামাননি কৌশানি
কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠা থাকলে কোনও বাধাই আর বাধা থাকে না। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে স্থির রেখে মন দিয়ে নিজের কাজ করা যায়। তারই প্রমাণ করে দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি।
সম্প্রতি একটি অনুষ্ঠানেও যোগ দেন এই নায়িকা। সেদিন অভিনেত্রীর পারফর্মেন্সের মাঝেই মঞ্চে আগুন লেগে যায়। তবে তাতে তাকে দমানো সম্ভব নয়। কারণ তার কাছে তার দর্শক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই মঞ্চে আগুন লাগা অবস্থাতেও নিজের পারফর্মেন্স বন্ধ করে দেননি অভিনেত্রী। তিনি নাচ চালিয়ে গেছেন।
তবে টলিউড অনলাইনের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে আগুন তেমন গুরুত্বর ছিল না। দেখা যায় একটি কালো ফুল স্লিভ টি-শার্ট ও কালো সিক্যুয়েন্সের প্যান্ট পরে নায়িকা। তার পায়ে কিটো। সব মিলিয়ে তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি তার ‘রক্তবীজ ২’ সিনেমার গান ‘ও বন্ধু শোনেন না’তে নাচ করছিলেন। আর তার মাঝেই স্টেজে আগুন লেগে যায়। সেই সময় অনুষ্ঠানের উদ্যোক্তা থেকে নায়িকার বডিগার্ড সবাই সেই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু কৌশানি তার নাচ থামান না। তিনি তার নাচ সম্পন্ন করেন।
অভিনয় ক্যারিয়ারে নিজেকে ভেঙে গড়েছেন কৌশানি। তার অধ্যাবসায়, পরিশ্রম, নিষ্ঠা তাকে সমস্ত রকম দর্শকদের কাছে আরও বেশি করে গ্রহণ যোগ্য করে তোলে। একের পর এক ভিন্ন ধারার সিনেমায় কৌশানি নিজেকে মেলে ধরেন। এখন তিনি মানেই নতুন কিছু, তিনি মানেই এক্সপেরিমেন্ট।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/কেইউ