বেনাপোলে খালসের পর ওপারে কয়েক কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় চালক আটক
বেনাপোল বন্দরে পণ্য খালাস শেষে ফেরার পথে পেট্রাপোল বন্দরে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২৯ অক্টোবর) সকালে পেট্রাপোল বন্দরের প্রবেশদ্বার থেকে তাকে আটক করা হয়।
আটক ট্রাক চালকের নাম আসাদুল সর্দার। তার বাড়ি ভারতের বনগাঁও থানার জয়পুর এলাকায়।
পেট্রাপোল সি অ্যান্ড এফ অ্যাজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবতী জানান , বিএসএফের গোপন সংবাদ ছিল বেনাপোল বন্দর থেকে আমদানি পণ্য খালাস শেষে ভারতীয় এক ট্রাক চালক স্বর্ণের বড় একটি চালান নিয়ে পেট্রাপোল বন্দরে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বিএসএফের একটি দল বন্দরের প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করে। বেনাপোল বন্দর থেকে ট্রাকটি ভারত সীমান্তে প্রবেশ করলে ট্রাকটি মেটেল ডিটেকটর দিয়ে তল্লাশি করে বিএসএফ। এ সময় চালকের ক্যাবিনে লুকিয়ে রাখা ১ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণেরবার পাওয়া যায়। যার বাজার মূল্য বাংলাদেশি ৩ কোটি ৪০ লাখ টাকা।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই চালক বিএসএফের কাছে স্বীকার করেন, তিনি টাকার বিনিময়ে স্বর্ণের চালানটি ট্রাকে নিয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। আটকের পর তার বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে বিএসএফ।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজীব নাজির জানান, বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস শেষে ভারতে ফেরার সময় ৮টি স্বর্ণেরবারসহ ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে বিএসএফ। এ ব্যাপারে ভারতের প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
আমাদের সময়/আরডি