শাহরুখের শুটিং সেট থেকে ‘কিং’ সিনেমার দৃশ্য ফাঁস
বলিউডের ‘কিং’ শাহরুখ খান। যার তুলনা তিনি নিজেই। পর্দায় তার উপস্থিতি দর্শককে আচ্ছন্ন করে রেখেছেন বছরের পর বছর। এই অভিনেতার সিনেমা মুক্তির পর শুধু নয় বরং ঘোষণা বা শুটিং চলার সময় থেকেই দর্শকের মনে এক আলাদা উন্মাদনা কাজ করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
‘কিং’ সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই শাহরুখের ভক্তরা উন্মুখ হয়ে রয়েছে বিভিন্ন তথ্য, মুক্তির দিনক্ষণ এবং সিনেমা সংক্রান্ত নানা তথ্য জানার জন্য। এরইমধ্যে মুম্বাইয়ের শুটিং ফ্লোর থেকে ফাঁস হয় শাহরুখের একটি লুক। নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছিল সেখানে শাহরুখকে।
এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আরও এক ভিডিও। যা ইতোমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে ভক্তদের মাঝে। তবে এই ভাইরাল এই ভিডিও নিয়ে মুখ খোলেননি শাহরুখ অথবা সিনেমার পরিচালক। ঠিক কোন ভিডিও ফাঁস হওয়ার পর নেটপাড়ায় শোরগোল পড়ে যায়?
মঙ্গলবার হঠাৎই ভাইরাল হওয়া একটি ভিডিওর অংশে দেখা যায় অস্পষ্ট একটি ছবি। স্যুট পরে, তরবারি হাতে এক ব্যক্তিকে দেখা যায় প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত সে। আর এই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হওয়ার পর থেকেই সবাই একবাক্যে বলছেন এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি শাহরুখ ছাড়া আর কেউ নন এবং এটি তার আগামী সিনেমার ‘কিং’র অ্যাকশন সিকোয়েন্সের অংশ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ভাইরাল হওয়া এই ভিডিওটি শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকেই পোস্ট করা হয়েছে সামাজিকমাধ্যমে। এর ক্যাপশনে লেখা, ‘কিং সিনেমার অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস। অনুমান করতে পারছেন কাকে দেখছেন এই দৃশ্যে?
এই ভিডিও দেখে যেমন অনেকেরই উন্মাদনার যেমন তেমনই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই ভিডিও কি এআই দ্বারা নির্মিত? যদিও এই নিয়ে মুখ খোলেনি সিনেমার টিমের কেউ। বলে রাখা ভালো এখনও সিনেমার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনওরকম পোস্টার বা প্রচার ঝলক সামনে আনা হয়নি।
অনেকেই অনুমান করছেন, আসছে ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই সিনেমার প্রচারমূলক অনুষ্ঠান হলেও হতে পারে। এর আগে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছিলেন দর্শক। ফের সেই ম্যাজিক ফিরবে পর্দায় দর্শকের প্রত্যাশা পূরণে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অন্যদিকে শাহরুখের ‘জাওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। তবে তারপর দু’বছর আর পর্দায় নতুন সিনেমা নিয়ে আসেননি বলিউডের বাদশ। তাই তার নতুন সিনেমা পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শক।
প্রসঙ্গত, শাহরুখ ছাড়াও ‘কিং’ সিনেমার গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখকন্যা সুহানা খান প্রমুখ।
আমাদের সময়/কেইউ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’