পিরোজপুরে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

পিরোজপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৫, ১৮:৫০
শেয়ার :
পিরোজপুরে দুই মাথাওয়ালা শিশুর জন্ম

পিরোজপুরের স্বরূপকাঠিতে দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে স্থানীয় জাহানারা হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। তবে জন্মের মাত্র চার ঘণ্টার মধ্যে রাত ১টার দিকে শিশুটি মারা যায়।

জাহানারা হাসপাতালের পরিচালক মো. রুহুল আমিন আকন গণমাধ্যমকে জানান, ওই দিন বিকেলে প্রসূতি চৈতি মন্ডল (২০) হাসপাতালে ভর্তি হন। আলট্রাসোনোগ্রামে দেখা যায়, তার গর্ভে জমজশিশু থাকার সম্ভাবনা রয়েছে। পরে চিকিৎসক নরেশচন্দ্র বড়ালের নির্দেশে সিজারের মাধ্যমে শিশুটি প্রসব করা হয়।

প্রসবের পর দেখা যায়, দুটি মাথাওয়ালা এক ছেলে শিশু। জন্মের পর চার ঘণ্টা জীবিত থাকার পর মৃত্যু বরণ করে সে।

ডা. নরেশচন্দ্র বড়াল জানান, এটি একধরনের পলিসেফালি নামে একটি বিরল জন্মগত ত্রুটি, যেখানে একটি শরীরের মধ্যে একাধিক মাথা সৃষ্টি হয়। শিশুটির অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল।

প্রসূতি চৈতি মন্ডল পটুয়াখালীর বাউফল উপজেলার লিমনের স্ত্রী এবং তার বাবার বাড়ি স্বরূপকাঠি উপজেলার রোঙ্গাকাঠি গ্রামে। বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন এবং জাহানারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, দুই মাথাওয়ালা শিশুর জন্মের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উৎসুক জনতা হাসপাতালে ভিড় করেন।

আমাদের সময়/আরডি