আড়াই কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৫, ১৮:৪৬
শেয়ার :
আড়াই কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে দুই কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন জালিয়াপাড়া খানকার ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে এক সন্দেহজনক ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের ব্যাগ জঙ্গলে ছুঁড়ে ফেলে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘জঙ্গল থেকে ব্যাগটি উদ্ধার করে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।’

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মাদক পাচাররোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।