পাওনা টাকার দাবিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৫, ১৭:৩৫
শেয়ার :
পাওনা টাকার দাবিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনা টাকার দাবিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে শুভ জোমাদ্দার (৩২) নামে এক যুককের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ওইদিন রাতেই থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শুভ জোমাদ্দার ইন্দুরকানী সদরের বাসিন্দা মৃত বেল্লাল জোমাদ্দারের ছেলে।

ভুক্তভোগী ওই গৃহবধূ (২৪) তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শুভ ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার স্বামীর কাছে পাওনা পাঁচ হাজার টাকা দাবি করে। স্বামী বাড়িতে নেই জানালে শুভ ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে তিনি ভুক্তভোগীর ১০ বছর বয়সী ছেলে ইমনকে ১০০ টাকা দিয়ে সিগারেট আনতে বাইরে পাঠায়। এরপর ঘরের লাইট বন্ধ করে শুভ ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই ভুক্তভোগী ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুভ জোমাদ্দারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পলাশ সাহা বলেন, ‘ভুক্তভোগীকে নারী পুলিশ প্রহরায় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

আমাদের সময়/আরডি