প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার
বগুড়ার শিবগঞ্জে অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামে দি মুন হোমিও ফার্মেসির সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট চলাকালে এ অভিযান পরিচালনা করা হয়।
মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র সূত্রে জানা যায়, চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ীর মো. সোহেল রানা (২৫) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মো. মিলন মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে। উদ্ধার করা গাঁজা ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ তথ্য নিশ্চিত করে মোকামতলা পুলিশের তদন্তকেন্দ্রের ইনচার্জ সারোয়ার পারভেজ বলেন, মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের সময়/জেএইচ