আবার ঢাকায় আসছেন অরিজিৎ সিং

বিনোদন প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৫, ১৭:০২
শেয়ার :
আবার ঢাকায় আসছেন অরিজিৎ সিং

সর্বশেষ ২০১৬ সালে ঢাকার আর্মি স্টেডিয়াম মাতিয়ে গেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। দীর্ঘ ৯ বছর পর আবার বাংলাদেশের দর্শক মাতাতে আসছেন তিনি।

অরিজিৎ সিংয়ের কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো। ইতিমধ্যে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসা নিয়ে প্রচারণা শুরু হয়েছে।

তবে কবে, কোথায় এবং কীভাবে- এই কনসার্ট অনুষ্ঠিত হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আয়োজক প্রতিষ্ঠান শিগগির বিস্তারিত ঘোষণা দেবে বলে জানা গেছে। 

উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে এসেছিলেন অরিজিৎ সিং। অংশ নিয়েছিলেন ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্টে।  

আমাদের সময়/ এসএ