‘দম’-এ মেহজাবীন
টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় মালতি’। যা ইতিমধ্যেই দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। অবশ্য এর আগেই, মেহজাবীন অভিনয় করেন ‘সাবা’ সিনেমায়। যা মুক্তি পায় চলতি বছর ২৬ সেপ্টেম্বর। মাঝে বেশ ক’দিনের বিরতি।
অবশেষে বিরতি ভেঙে নতুন সিনেমায় নাম লিখালেন মেহজাবীন চৌধুরী। ‘সাবা’ ও ‘প্রিয় মালতি’র পর এবার তাকে দেখা যাবে নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ। সুখবরটি অভিনেত্রী নিশ্চিত না করলেও, জানিয়ে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র।
জানা গেছে, আজ বুধবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দম’র আনুষ্ঠানিক মহরত। সেখানে সিনেমাটি নিয়ে জানা যাবে অনেক কিছু।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘দম’ নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। প্রযোজনায় আছে- এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এই তিন প্রতিষ্ঠান মিলে এর আগে বানিয়েছে, ‘সুড়ঙ্গ’, ‘দাগী’ ও ‘তুফান’। আর এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে ‘দম’।
রেদওয়ান রনি জানিয়েছেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। তিনি এমন একটি চরিত্র খুঁজছিলেন, যার ভেতরের শক্তি দর্শককেও নাড়া দেবে। এই সিনেমা সেই অনুপ্রেরণার গল্প বলবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, ‘দম’ রেদওয়ান রনির তৃতীয় সিনেমা। তার প্রথম সিনেমা ‘চোরাবালি’-তে তিনি জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর নির্মাণ করেন ‘আইসক্রিম’। প্রায় ১০ বছর পর ‘দম’র মধ্যদিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি। সেই প্রত্যাবর্তনের সঙ্গী হচ্ছেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’