‘এমনটা জীবনে খুব কমই হয়েছে’

বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১১:৫৩
শেয়ার :
‘এমনটা জীবনে খুব কমই হয়েছে’

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। অভিনয়ে এখন আর নিয়মিত নন তিনি। তবে সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে শেয়ার করেন ব্যক্তিজীবনের নানা কথাও। তারই ধরাবাহিকতায় এবার তিনি জানালেন, তাকে একটি নতুন বই উৎসর্গ করেছেন তরুণ লেখিকা পপি পারমিতা।

সম্প্রতি সোহেল রানা তার ফেসবুকে লিখেছেন, ‘বইটি হাতে নিয়ে দুটো পাতা উল্টাতেই থমকে গেলাম। বইটিতে উৎসর্গ করা হয়েছে আমাকে। হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ। এমনটা জীবনে খুব কমই হয়েছে।’

অভিনেতা আরও জানান, উৎসর্গের আনন্দ পেতে দ্রুত বইটির শেষ পৃষ্ঠায় চলে গিয়েছিলেন তিনি। বইটির নাম ‘মায়া’।

সোহেল রানা পোস্টে উল্লেখ করেন, লেখিকার পরিচিতি জানার জন্য শেষ পৃষ্ঠা ঘুরিয়ে দেখেন এবং দেখেন পপি পারমিতার নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি উপন্যাস, গল্পগুচ্ছ এবং কবিতা প্রকাশিত হয়েছে।

অভিনেতার কথায়, ‘বাংলা সাহিত্যের বর্তমান লেখক-লেখিকা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। নতুন অনেক লেখক-লেখিকা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। উপন্যাসটি পড়তে হবে, যদিও ব্যস্ত সময়সূচি থাকলেও কষ্ট করে হলেও পড়ার ইচ্ছা রয়েছে।’

তিনি লেখিকার প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। অন্যদেরকেও বইটি পড়ার আহ্বান জানিয়েছেন।

আমাদের সময়/ এসএ