পপি ভক্তদের জন্য সুখবর
আড়ালে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি এবার ফিরছেন পর্দায়। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে হবে জাতীয় নির্বাচন। ঠিক সেই সময়ই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও রাজু আলীম পরিচালিত এ সিনেমার শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এখন চলছে এডিটিংয়ের কাজ।
প্রেম, বাস্তবতা ও করোনাকালে ফ্রন্টলাইনে থাকা মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এতে অভিনেতা হিসেবেও অভিনয় করেছেন রাজু আলীম, আর তার বিপরীতে দেখা যাবে পপিকে। এতে আরও অভিনয় করেছেন শিপন মিত্র, মাহবুব তূর্য, শিরিনা আক্তার শিলা, আলিশা ইসলাম, আফরিন প্রিয়মনি, তানিন তানহা, ডিজে সোনিকা, মেহেদী পলাশসহ অনেকে।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন আজম বাবু। গান গেয়েছেন মেহরিন, অনিমা রায়, কর্নিয়া, ম্যাক আপেলসহ একাধিক শিল্পী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
রাজু আলীম বলেন, ‘সিনেমার গল্পে পপি এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যেখানে প্রেম, বিচ্ছেদ আর জীবনের বাস্তবতা একসঙ্গে উঠে এসেছে। শুটিং চলাকালে পপির বিয়ে ও মাতৃত্বের কারণে কিছু কাজ পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত আমরা ছবিটি সম্পন্ন করেছি।’
‘ভালোবাসার প্রজাপতি’ মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি, নির্বাচনের ঠিক আগেই। প্রেক্ষাগৃহ ছাড়াও সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশনেও।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ